রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৮:৩৫

টাইগারদের নিয়ে শিগগিরে শুরু হচ্ছে আরো একটি কোটি টাকায় আসর

টাইগারদের নিয়ে শিগগিরে শুরু হচ্ছে আরো একটি কোটি টাকায় আসর

স্পোর্টস ডেস্ক: সদ্যশেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পর আবারো একটি কোটি টাকার আসর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৪ মার্চ শুরু থেকে শুরু হবে জনপ্রিয় এই আসর “ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ’’। এ টুর্ণামেন্টের “প্লেয়ার্স বাই চয়েজে খেলোয়াড় বাছাই হবে ১৫-২৫ ফেব্রুয়ারির মধ্যে। এবারের টুর্ণামেন্টে টাইগারদের পারিশ্রমিক বাড়ছে আরো একধাপ। খেলোয়াড়দের গ্রেড নির্ধারণ করবে বিসিবি। খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক টাকা আগে পরিশোধ করতে হবে। বাকি টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে বিসিবির অ্যাকাউন্টে। ঢাকা প্রিমিয়ার লিগে বরাবরই বিদেশি ক্রিকেটাররা খেলে থাকেন। এবার সর্বোচ্চ ৪ জন বেদেশি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর একাদশে খেলতে পারবেন ২ জন। ২০১২-১৩ মৌসুমে গ্রেডিং অনুসারে খেলোয়াড়দের পারিশ্রমিক ছিল এরকম, এ প্লাস ২২ লাখ, এ ১৫ লাখ, বি প্লাস ১০ লাখ, বি ৮ লাখ, সি প্লাস ৫ লাখ, সি ৩ লাখ, ডি আড়াই লাখ এবং ই এক লাখ। তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে, এবছর খেলোয়াড়দের পারিশ্রমিক কিছুটা বাড়তে পারে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে