রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৯:৪২

মেলবোর্নে অজি ব্যাটসম্যানদের সেঞ্চুরির বন্যা

মেলবোর্নে অজি ব্যাটসম্যানদের সেঞ্চুরির বন্যা

স্পোর্টস ডেস্ক: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্নে চলমান দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির বর্ণা বয়ে দিলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের। গতকাল অস্ট্রেলিয়া টসে হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৫৫১ রান সংগ্রহ করে আজ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। অজিদের চারজন খেলোয়াড় সেঞ্চুরি করেছেন। এদের মধ্যে ওপেনার জো বার্নস করেন ১২৮ রান, উসমান খাওয়াজা ১৪৪, অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত ১৩৪ ও এডাম ভোজেস করেন অপরাজিত ১০৬ রান। এ টেস্টের দ্বিতীয় দিনের অজিদের প্রথম ইনিংসের ৫৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ৮৩ রান তুলতেই তাদের প্রথম ইনিংসের ছ'টি উইকেট হারিয়েছে। দ্বিতীয় দিন শেষে আর কোনো উইকেট না হারিয়ে ৯১ রান তুলতে সক্ষম হয় তারা। এর ফলে এখনো তারা ৪৬০ রানে পিছিয়ে আছে। অথচ হাতে আছে মাত্র ৪টি উইকেট। ক্যারিবীয়দের হয়ে জেরমেইন সর্বোচ্চ ২৮ রান ও চান্দ্রিক করেন ২৫ রান। স্যামুয়েলস, হোল্ডার ও রামদিনতো কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন। ড্যারেন ব্রাভো ১৩ রান ও কারলস ৩ রানে ক্রিজে ছিলেন। নাথান লিয়ন, জিমি সিডল ও জেমস প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন। এর আগে গতকাল প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করে। ক্যারিবীয়দের হয়ে অজিদের প্রথম ইনিংসের দু'টি উইকেট নিয়েছেন টেলর। অর ক্রেইগ নিয়েছেন ১টি উইকেট। এর আগে ক্যারিবীয়রা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে অজিরা এক ইনিংস ও ২১২ রানের বড় জয় পায়। ক্যারিবীয়দের প্রথম ইনিংসের যে হাল তাতে মেলবোর্নেও বড় ধরনের পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা। সিরিজে স্বাগতিকরা এখন ১-০ তে এগিয়ে আছে। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে