বুধবার, ০৪ মার্চ, ২০২০, ০২:৪১:৫৭

করোনাভাই'রাস আত'ঙ্কে `হ্যা'ন্ডশে'ক' করবেন না ইংরেজ ক্রিকেটাররা

করোনাভাই'রাস আত'ঙ্কে `হ্যা'ন্ডশে'ক' করবেন না ইংরেজ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: চীনের করোনাভাই'রাস আ'ত'ঙ্ক ছ'ড়িয়েছে সা'রা বিশ্বে। চীন পে'রিয়ে ইরান, ইতালি, আমেরিকাতেও ক্র'ম'শ বা'ড়ছে করোনায় আ'ক্রা'ন্ত হয়ে মৃ'তের সংখ্যা। এই প'রিস্থি'তিতে করোনাভা'ইরাস থেকে নিজেদের সু'র'ক্ষি'ত রাখার বিষয়ে ভাব'নাচি'ন্তা করছেন ক্রিকেটাররাও। 

ব'ডি ক'নট্যা'ক্ট থেকে ছ'ড়িয়ে পড়ে করোনাভাই'রাস। তাই এবার হ্যা'ন্ডশে'ক না করার সিদ্ধা'ন্ত নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দলও। শ্রীলঙ্কা সফরে হ্যা'ন্ডশে'কের ব'দলে ফি'স্ট বা'ম্প করে পরস্প'রকে অভি'বাদন জানাবেন বলে সিদ্ধা'ন্ত নিয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকা সফরে গ্যা'স্ট্রোএ'নট্রি'ওটি'স ও ফ্ল‌ু'’র সম'স্যায় না'জেহা'ল হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট দল। এবার তাই করোনাভাই'রাস থেকে নিজেদের সু'রক্ষি'ত রাখার ব্যব'স্থা নিয়েই শ্রীলঙ্কা আসছেন তারা। তারা হ্যা'ন্ডশে'ক ব'ন্ধ করার পা'শাপা'শি নিয়মিতভাবে হাত ধোওয়া ও স্যা'নিটা'ইজা'রের ব্যবহার করছেন বলে জানিয়েছেন ইংরেজ ক্যাপ্টেন জো রুট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে