রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৫:৪৬

তামিম-ইমরুলের রেকর্ডটা ক্রিকেট দুনিয়া কখনো ভুলবে না

তামিম-ইমরুলের রেকর্ডটা ক্রিকেট দুনিয়া কখনো ভুলবে না

স্পোর্টস ডেস্ক: চলতি বছর মে মাসে খুলনা টেস্টের পঞ্চম দিনে তামিম-ইমরুল মিলে ক্রিকেটের ৫৫ বছরের পুরনো যে রেকর্ডটা ভেঙ্গে দিয়েছেন। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অসাধারণ, দুর্দান্ত, মহাকাব্যিক সেই ব্যাটিংয়ে জুটি অনন্য উচ্চতায় উঠেছে। সেদিন সফরকারী পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিং করার পথে দেশকে একটি বিশ্বরেকর্ড উপহার দিয়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিলে। এই টেস্টের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে হলো ৩০০ রান। দলের দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনী জুটিতে ৩০০ রান ওই প্রথম। তামিম-ইমরুলের শৌর্যে টেস্ট ক্রিকেট সাক্ষী হয় নতুন ইতিহাস। জুটি ভাঙল ৩১২ রানে। তামিম করলেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০৬ রান। আর ইমরুলের রান ১৫০। দ্বিতীয় ইনিংসে দলের রান ৬ উইকেটে ৫৫৫। বাংলাদেশ পেল জয়ের সমান ড্র। সে গৌরবের বড় অংশীদার দুই ওপেনার। এর আগে ১৯৬০ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিওফ পুলারকে সঙ্গে নিয়ে কলিন কাউড্রে গড়েছিলেন ২৯০ রানের একটি জুটি আছে। ম্যাচের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে সেটাই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। তামিম ও ইমরুল মিলে একটুর জন্য তিন পারেনি সেই জুটি। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে