রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৮:১৫

কোচের উপর নির্ভর করছে মাশরাফি-তামিমদের খেলা

কোচের উপর নির্ভর করছে মাশরাফি-তামিমদের খেলা

স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরু থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এশিয়া কাপ এবং জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আয়োজক বাংলাদেশকে। অন্যদিকে ৩ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ক্রিকেটের ব্যস্ত সূচীর মাঝেই শুরু হচ্ছে লংগার ভার্সনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ১০ জানুয়ারিতে লিগটি মাঠে গড়াবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে এই সময়ে চলবে জাতীয় দলের ক্যাম্প। তাহলে তারা কি খেলার সুযোগ পাবে না? আকরাম খান বলেন, কোচ চাইলে খেলাতে পারবেন। তবে বাধ্যবাধকতা নেই। তিনি বলছেন, ‘যেহেতু বাংলাদেশে ৮০ থেকে ৯০ জন সেরা ক্রিকেটার খেলবে। যারা জাতীয় দলে ব্যস্ত থাকবে ওরা থাকবে। তবে কোচ যদি ব্যাটসম্যান বা বোলারদের খেলাতে চায় ওই জিনিসটা আমাদের মাথায় আছে। কোচের সাথে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিব ওরা খেলতে পারবে কি না। ক্যাম্প চলতে থাকবে।’ ফ্র্যাঞ্চাইজিগুলো কি এর সাথে একমত? আকরাম খান বলছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো সমস্যা নেই, ‘জ্বি। ওরা তো সব সময় বাংলাদেশের ক্রিকেটের জন্য যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে। তাদের দিক থেকে আমাদের কোনো সমস্যা হয় না। এর সাথে আরো একটা ভালো খবর অনূর্ধ্ব-১৯ এর বিসিএলের মতো একটা করতে যাচ্ছি। যেটা ফেব্রয়ারির ১৭ তারিখ থেকে চট্টগ্রামে শুরু করতে যাচ্ছি। সেখানেও অনেকে আগ্রহ দেখিয়েছে দল কেনার জন্য।’ আগের ফরম্যাটে হলেও এবারে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিসিএল। আর ভেন্যুগুলো ব্যস্ত থাকায় খেলা হবে বগড়া ও রাজশাহীতে। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে