রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩০:৫৫

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা

বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবার নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কর্মকর্তাদের সাথে কথা বলতে বাংলাদেশে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বরে বাংলাদেশের নিরাপত্তা কর্মী এবং বিসিবি বোর্ডের কর্তাদের সাথে বৈঠক করবে বলে জানিয়েছে, ক্রিকেট বিষয় ওয়েবসাইড ক্রিকইনফো। ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। অসন্ন এ টুর্ণামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একযোগে কাজ করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এদিকে, বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, টুর্নামেন্টের ব্যাপারে কোনো নির্দিষ্ট বোর্ডের সাথে তারা আলোচনায় বসবে না। যেহেতু টুর্নামেন্টের আয়োজক আইসিসি, তাই তাদের সাথেই এ বিষয়ে আলোচনায় বসতে হবে। এর আগে গত অক্টোবরে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে সিরিজ বাতিল করেছিল তারা। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে