রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০০:৪৯

মারুফুল ফিরছেন না

মারুফুল ফিরছেন না

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দুটি ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সোমবার নিয়মরক্ষার ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে। দলের চরম এই ব্যর্থতার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) টুর্নামেন্টটি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছে। হয়তো কোচ মারুফুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে এর আগেই নিজে থেকে সরে যেতে চান জাতীয় দলের দেশীয় কোচ মারুফুল হক। এমনকি বাফুফে চাইলেও তিনি এই চুক্তির নবায়ন করতে চান না। মারুফুল বলেন, ‘এই সাফ পর্যন্ত আমার সঙ্গে বাফুফের চুক্তি ছিল। এই চুক্তি নবায়ন করা হবে কি না জানি না। তবে আমার আত্মোপলব্ধি হচ্ছে, আমার সময়েই সাফে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যর্থতা দেখিয়েছে। তাই বাফুফে চাইলেও কোচের পদে আমার আর না থাকাটাই ভাল। আমি না থাকারই পক্ষে।’ উয়েফার ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল মারুফুল গত ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পান। ইতালিয়ান ফ্যাবিও লোপেজকে বরখাস্ত করে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়েছিল। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে