সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০১:০১:৩৮

সৌরভ ও শচীনের জন্যই ধ্বংসাত্মক শেহবাগ

সৌরভ ও শচীনের জন্যই ধ্বংসাত্মক শেহবাগ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ৷ এখন শুধু স্মৃতি রোমন্থনের পালা৷ এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় ওপেনার জানালেন, ভাল পারফরম্যান্সের জন্য শচীন টেণ্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী তাকে কীভাবে অনুপ্রেরণা দিয়েছেন৷ শেহবাগ বলেন, কেরিয়ারের চড়াই-উতরাইয়ে এই দুই কিংবদন্তি তার পাশে দাঁড়িয়েছিলেন৷ ১৯৯৯ সালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১ রান করেই আউট হয়ে গিয়েছিলেন৷ সেদিনের কথা মনে করে শেহবাগ বলেন, "যে বলে আউট হয়েছিলাম, সেটা দেখতেই পাইনি৷ খুব দ্রুত গতির ছিল৷ শোয়েব খুব দ্রুত৷ ম্যাচের শেষে টিম বাসে একা বসেছিলাম৷ সৌরভ এসে বলল, 'যদি দল থেকে বাদ পড়িস, তাহলে এত মারবি যেন আবার দলে জায়গা পাস'৷" সাবেক ভারতীয় অধিনায়কের সেই কথাই কাজে দিয়েছিল৷ পরের মরশুমে দিল্লির হয়ে ৭৫৭ রান করেছিলেন৷ যার ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ডাক পান তিনি৷ শেহবাগের ক্রিকেট জীবনে মাস্টার ব্লাস্টারের অবদানও নেহাত কম নয়৷ স্মৃতি ঘেঁটে শচীনের একটি গল্প শোনালেন বীরু৷ তিনি বলেন, "মুলতান টেস্টে চারটে ছয় হাঁকানোর পর শচীন আমার কাছে এসে বলল, 'আর ছয় মারলে তোকে ব্যাট দিয়ে মারব৷ ২৯৫ রান পর্যন্ত আর ওভার বাউন্ডারির ঝুঁকি নিইনি৷ ওকে বললাম, সাকলেইন এলে ছয় মারব৷" যেমন কথা তেমন কাজ৷ সাকলেইনকে ছয় হাঁকিয়েই টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়ে ছিলেন তিনি৷ নস্ট্যালজিক শেহবাগ শচীন ও সৌরভকে ধন্যবাদ জানালেন৷ ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে