সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০১:২২:১৬

ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে মুচড়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে মুচড়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত দুরবস্থা ক্যারিবিয়ান ক্রিকেটের! চলতি দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাটে–বলে তাদের চূড়ান্ত দাপটে দিশেহারা অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দিনের ৩৪৫/৩ নিয়ে খেলতে শুরু করে অসিরা তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৫৫১/৩–এ। রোববার শতরান করলেন স্টিভেন স্মিথ এবং অ্যাডাম ভোজেস, দু’জনেই। চতুর্থ উইকেটের জুটিতে তাদের সংগ্রহ ২২৩ রান। স্মিথ অপরাজিত থাকেন‍ ১৩৪ করে। ভোজেস অপরাজিত ১০৬। এই বছরে ষষ্ঠ টেস্ট শতরান পেলেন স্মিথ। মোট ১৩টি টেস্ট শতরান হয়ে গেল অসি অধিনায়কের। চলতি বছরে সব থেকে বেশি টেস্ট রানও এইমুহূর্তে তার, ১,৪০৪। এই বছরেই টেস্ট অভিষেক হয়েছিল ভোজেসের। তিনিও পেরিয়ে গেলেন বছরে হাজার রানের গণ্ডি। এই ইনিংসের পর তার রান ১,০২৮। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ঠকঠক করে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৯১! কোনও প্রতিরোধ নেই, আছে শুধু আত্মসমর্পণ। জেমস প্যাটিনসন, নাথান লিয়ঁ, পিটার সিডল ২টি করে উইকেট নিয়েছেন‍। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো (১৩) এবং টেস্টে অভিষেক হওয়া কার্লোস ব্রাথওয়েট (৩)। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে