সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৫:৩১

২০১৬ বিসিএলে অংশ নেবে যেসব টিম, চূড়ান্ত ঘোষণা বিসিবির

২০১৬ বিসিএলে অংশ নেবে যেসব টিম, চূড়ান্ত ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক : মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। ২০১৬ সালের বিসিএলে যেসব টিম অংশ নেবে এরই মধ্যে নাম জানা গেছে সেসব টিমের। দেশের ক্রিকেটের মান উন্নয়নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই তরিগড়ি উদ্যোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিএলের জন্য স্পন্সর খুঁজছে। দেশের উদীয়মান ক্রিকেটারদের জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করার অংশ হিসাবেই বিসিএলের আয়োজন। সব মিলিয়ে প্রায় একশত ক্রিকেটার অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট লিগে। জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন দলে ভাগ হয়ে মাতিয়ে তুলবেন এই ঘরোয়া আসর। জাতীয় টিমের ক্রিকেটাররা বিসিএলে কে কোন দলের হয়ে খেলবেন সেটা জানা যাবে আরো কয়েকদিন পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আকরাম খান জানান, ক্রিকেটার তৈরির অংশ হিসাবেই বিসিএলের আয়োজন। তিনি জানান, কমপক্ষে ৪৯ দিন চলবে বিসিএল। বাংলাদেশ ক্রিকেট লিগে এবারও অংশ নেবে ৪টি দল। দল চারটি হলো বিসিবি উত্তরাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ১০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিসিএল। আইসিসি অয়োজিত আসর চললেও থেমে থাকবে না বিসিএল। জাতীয় দলের স্কোয়াডের বাইরে যারা থাকেবেন তারা তখন এই টুর্ণামেন্টে খেলবেন। এশিয়াকাপ ও বিশ্বকাপের সময় ভেন্যু জটিলতা এড়াতেও আগাম পরিকল্পনা রয়েছে বিসিবির। তখন রাজশাহী ও বগুড়ার মাঠে চলবে বিসিএল। ২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে