সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৬:৪৬

গাপটিল ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

গাপটিল ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: সোমবার ক্রাইশ্চার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে দারুণ লজ্জার সাগরে ডুবালো স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১০ উইকেটে উড়িয়ে ২-০তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকার এমন ভরাডুবির দিনে নায়কের আসনে ছিলেন ওপেনার গাপটিল। তিনি মাত্র ৩০ বলে ৯ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৯৩ রান সংগ্রহ করেন। গত ম্যাচের ন্যায় এ ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতায় পড়ে শ্রীলঙ্কা। কিউই বোলার হেনরি ও ম্যাক্লাঘানের বোলিং তান্ডবে ২৭.৪ ওভারে মাত্র ১১৭ রানেই গুটিয়ে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৯ রান আসে কুলাসেকারের ব্যাট থেকে। হেনরি ৩৩ রানে ৪টি ও ম্যাকক্লাঘান ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। ১১৮ রানের জবাবে খেলতে নেমে ৫৮ বল খেলতে হয় নিউজিল্যান্ডকে।নেমেই মার মার কাট কাট ব্যাটিং শুরু করেন ওপেনার মার্টিন গাপটিল। মাত্র ৩০ বলে ৯৩ রান করেন তিনি। নিজেদের জয়ের দিনে ১৭ বলে হাফ সেঞ্চুরি করে ম্যাককালামকে পিছনে ফেলে দেন গাপটিল। ২৮ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে