বুধবার, ২৫ মার্চ, ২০২০, ০১:১৬:০০

করোনা মো'কাবেলায় একমাসের বেতনের অর্ধেক টাকা দান করলেন টাইগার ক্রিকেটাররা

করোনা মো'কাবেলায় একমাসের বেতনের অর্ধেক টাকা দান করলেন টাইগার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: করোনা মো'কাবেলায় এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান। সবমিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড়, তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ সর্বোচ্চ ৩১ লাখ টাকা। তবে করবাবদ বাদ পড়বে ৫ লাখ টাকা। ফলে ২৬ লাখ টাকা ব্যবহার করা যাবে করোনা ইস্যুতে।

এর আগে করোনা মো'কাবেলায় এগিয়ে আসেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকা খেলোয়াড়রা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া নিজেদের সাধ্যমতো নানান সব উদ্যোগ নিচ্ছেন শেন ওয়ার্ন, রবি বোপারারা। আর পিছিয়ে রইলো না বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। নিজের একমাসের বেতনের অর্ধেক দান করলেন তারা। আমাদের দেশে এ পর্যন্ত করোনায় আ'ক্রান্ত হয়েছে ৩৯ জন এবং প্রাণ হারিয়েছেন ৫ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে