রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৬:২২:২৮

এবার অসহায় সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিচ্ছেন মাশরাফির ছেলে-মেয়ে

 এবার অসহায় সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিচ্ছেন মাশরাফির ছেলে-মেয়ে

স্পোর্টস ডেস্ক:  এবার অসহায় সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিচ্ছেন মাশরাফির ছেলে-মেয়ে! সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন মাশরাফির পুরো পরিবার। গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণের কাজে লেগে পড়েছেন তার ছেলে এবং মেয়ে। নড়াইল ২ আসনের এমপি হওয়ার পর নানা আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার এমপি হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সব সমালোচনার জবাব এখন দিচ্ছেন মাশরাফি। দেশের এই বিপদের মুহূর্তে জনগণের পাশে দাঁড়ালেন তিনি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার প্রাথমিক পর্যায়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল-আলু-পেঁয়াজ-লবণ ও একটি সাবান দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে এসব জিনিসপত্র পেয়ে খুশি হতদরিদ্ররা।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে ভওয়াখালী গ্রামের দিনমজুর মিন্টু বলেন, এই প্রথম কোনো এমপির চাল-ডাল পেলাম। আল্লাহ আমাদের ভালো একজন এমপি দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব। বাবার সাথে এসব খাদ্য বিতরনে কাজে লেগে পরেছেন মাশরাফির ছেলে এবং মেয়ে। শুধু তাই নয় মাশরাফির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার পুরো পরিবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে