সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৩:৪৬

গোল ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ

গোল ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ গেমস থেকে বিদায় ম্যাচের লড়াইটা দুদলের জন্যই নিয়মরক্ষার। কারণ প্রথম দুই ম্যাচ হেরে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি ভুটানেরও বিদায় হয়ে গেছে গ্রুপপর্ব থেকে। তাই টুর্নামেন্টে এই ম্যাচটির সেই অর্থে মূল্য নেই। এরপরও আফগানিস্তান ও মালদ্বীপের কাছে বিপর্যস্ত বাংলাদেশের জন্য এটি ভাবমূর্তি উন্নয়নের ক্ষীণ একটি প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় সোমবার কেরালার ত্রিবিন্দ্রাম স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শুরু থেকেই বেশ লড়াকু মনোভাবে ছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮ মিনিটে বোংলাদেশকে এগিয়ে নেন তপু বর্মন। ২১ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ভুটান। লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় কিমি দর্জিকে। এর তিন মিনিটের মধ্যে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে সাখাওয়াত হোসেন রনির গোলে ব্যবধান দ্বিগুণ করে মারুফুল হকের শিষ্যরা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মামুনুলরা। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে