সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৫:১২

খলনায়ক হিসেবে ফিফার সভাপতিকে ভোট দিন

খলনায়ক হিসেবে ফিফার সভাপতিকে ভোট দিন

স্পোর্টস ডেস্ক: ফুটবল দুনিয়া থেকে আট বছরের নিষেধাজ্ঞা পাওয়া ব্লাটার এবার ফুটবলের বর্ষসেরা খলনায়কের তালিকায় ওঠে এসেছেন। ফুটবল বিষয় ওয়েবসাইড গোল ডটকম ফিফার এ সভাপতিকে নির্বাচনে মেতেছেন। গোল ডট কমের এবারের বর্ষসেরা খলনায়কের তালিকায় সেপ ব্লাটারের নাম রয়েছে সবার আগে। অবশ্য পাঠকের ভোটেই চূড়ান্ত হবে আসলে কি ছিলেন এ বছর ফুটবলের সেরা খলনায়ক। ব্লাটার ছাড়াও এ তালিকায় নাম রয়েছে ডিয়েগো কস্টা, রাফায়েল বেনিতেজ ছাড়াও আরও অনেকের। গত ২১ ডিসেম্বর ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। একই সাথে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকেও একই ধরনের শাস্তি দেয়া হয়েছে। এই শাস্তি প্রদানের মাধ্যমে বিতর্কিত কর্মকান্ডের দায়ে ১৯৯৮ সালে পাওয়া দায়িত্ব ছাড়তে হচ্ছে ব্লাটারকে। অবশ্য এর আগেই ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। চলতি বছর মে মাসে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর ব্লাটারের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে গত সোমবার ফিফার এথিক্স কমিটি তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে