সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৭:৪৩

শেষ ম্যাচে গোল উত্তাপ টাইগারদের

শেষ ম্যাচে গোল উত্তাপ টাইগারদের

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের নিজেদের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি উভয় দলের জন্য কেবল আনুষ্ঠানিকতা ছিল। আর সেই ম্যাচেও বেশ উত্তাপ দেখিয়েছে বাংলাদেশ দল। শুরু থেকে একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছে ভুটানের রক্ষণভাগকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের সান্তনার জয় তুলে নিয়ে সাফ গেমস থেকে বিদায় নিয়েছে টাইাগাররা। খেলার ৬৭ তম মিনিটে ৩-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের লিডে সবচেয়ে বড় অবদানটি রেখেছেন শাখাওয়াত হোসেন রনি। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন তিনি। খেলার ২৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন শাখাওয়াত রনি। আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করেন। অবশ্য ৭৫ মিনিটে তার হওয়া গোলটি অফসাইডের দোষে দুষ্ট না হলে হ্যাটট্রিক হয়ে যেতে পারত। কিন্তু সেটা আর হয়নি। তবে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৩-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি করেছেন তপু বর্মন। তিনি ম্যাচের ৮ মিনিটেই ভুটানের জাল কাঁপিয়েছিলেন। ভারতের চলমান সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গেলেও সেটা আর পূরণ হয়নি। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হার মানে মামুনুলরা। আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ ব্যবধানে হারার মধ্য দিয়ে সাফ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়। অবশেষে আজ ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে গোল উত্তাপ দেখায় টাইগার। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে