বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ১২:৪৫:০৯

মাশরাফির আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন দেশের কোন অধিনায়কেরই এমন রেকর্ড নেই

মাশরাফির আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন দেশের কোন অধিনায়কেরই এমন রেকর্ড নেই

স্পোর্টস ডেস্ক : ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে খেলেছেন মাশরাফি । এই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ । আর এই জয়ের সাথে ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক যে নিজের হিসেবে শেষ টেস্ট, ওয়ানডে ও টি-২০ আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে শেষ করেছেন ।

সাদা পোশাকে অধিনায়ক ও ক্যারিয়ারের শেষ ম্যাচ মাশরাফি খেলেছিলেন ২০০৯ সালের ৯ জুলাই, ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে । যে ম্যাচে ক্যারিবিয়ানদের ৯৫ রানে হারিয়েছিল বাংলাদেশ দল ।

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-২০ থেকে মাশরাফি বিদায় নেন ৬ এপ্রিল,২০১৭ । শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ৪৫ রানে জয় তুলে নেয় বাংলাদেশ দল ।

আর অধিনায়ক হিসেবে ওয়ানডে থেকে মাশরাফির অবসর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে, ৬ মার্চ, ২০২০ । আর এই ম্যাচে ১২৩ রানে জয় পায় টাইগার দল ।

মাশরাফির আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন দেশের কোন অধিনায়কই এমন জয় দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই ইতি টানতে পারেনি । সর্বোচ্চ দুটো ফরম্যাটে জয়ে শেষ করেছিলেন মাইকেল ক্লার্ক, ইমরান খান, ইনজামাম উল হক ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে