সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৪:৪৩

আম্পায়ারই গাপটিলকে রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছিলেন!

আম্পায়ারই গাপটিলকে রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছিলেন!

স্পোর্টস ডেস্ক: সোমবার মাত্র ৩০ বলে অপরাজিত ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলে ইতিহাসের পাতায় মার্টিন গাপটিল। ১১৮ রান তাড়ায় মাত্র ২.৪ ওভারেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে কিউইরা, ১০ উইকেটে জিতে যায় ৮.২ ওভারেই। তবে মজার একটি তথ্য হলো দ্রুততম অধর্শতকের রেকর্ড গড়ার সম্ভাবনার কথা খেয়ালই ছিল না গাপটিলের। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ মনে করিয়ে দেয়ার পরই কেবল উপলব্ধি হয়েছিল কিউই এই মারকুটে ওপেনারের। গাপটিলের রান এক পর্যায়ে ১২ বলে ছিল ৪৬ রান। সামনে এবি ডি ভিলিয়ার্সের ১৬ বলে ফিফটি ভাঙার হাতছানি। কিন্তু দুশমন্থ চামিরার একটি স্লোয়ার বল, নুয়ান কুলাসেকেরার দুটি ইয়র্কার ও সাচিত্রা সেনানায়েকের বলে একটি কাট শট মিসটাইমিং করায় সেটি আর হয়ে ওঠেনি। তাই সবশেষে ১৭ বলে পঞ্চাশ ছুঁয়ে দেশের হয়ে রেকর্ড গড়েছেন গাপটিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গাপটিল জানালেন, রেকর্ডের হাতছানি অজানাই ছিল তার। “ ম্যাচের শুরু থেকে আমার পরিকল্পনা ছিল আক্রমণাত্মক খেলা। রেকর্ডের কথা প্রথম ভাবলাম যখন আম্পায়ার আমাকে বললেন, ‘রেকর্ড গড়ার জন্য আর দুটি বল আছে তোমার হাতে।’ তখনই প্রথম রেকর্ডের কথা মাথায় এসেছিল।” ২৮ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে