সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১০:০০:৩৭

বিশ্ব ভালোবাসা দিবসে মিরপুর স্টেডিয়ামে ফাইনাল

বিশ্ব ভালোবাসা দিবসে মিরপুর স্টেডিয়ামে ফাইনাল

স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসর। ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপের এই বিগ টুর্ণামেন্ট । ১৯ দিনের টুর্নামেন্টে ভেন্যু হিসেবে থাকছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। সবমিলিয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। আর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হবে টুর্নামেন্টের ফাইনাল। বিশ্ব ক্রিকেটের আগামীর তারকাদের খোঁজ মিলে এই টুর্নামেন্ট। বড়দের বিশ্বকাপের মতো আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে না যুবাদের লড়াই। তারপরও ভবিষ্যতের তারকাদের পরখ করতে অনেকেই চোখ রাখেন এ টুর্নামেন্টে। ২০১৬ যুব বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখতে টিকিট কাটতে হবে দর্শকদের। প্রতিটি ম্যাচের জন্যই টিকিট থাকছে। তবে টিকিটের মূল্য হবে খুবই সামান্য। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে