মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:০০:০১

বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন বিসিবি

বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলতে আজ (সোমবার) ঢাকায় আসছেন আইসিসির নিরাপত্তা কর্মকর্তা রুটিন ওয়ার্ক। ওই প্রতিনিধি দলের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলও ছিলেন। তাই বিষয়টি নিয়ে কোনো উদ্বেগ তৈরি হয়নি। সোমবার এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে বলেন, এটা খুব স্বাভাবিক বিষয়। আইসিসির সদস্য দেশ হিসেবে তারা আসতেই পারে। আমরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখছি। এর আগেও আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে আরও কয়েকটি দেশের নিরাপত্তা প্রতিনিধি দল এসেছিলেন। আমরা এটাকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছি। তিনি আরও বলেন, আমরা যে ভেন্যুগুলোতে খেলা চালাবো সেগুলো দেখতে এবং নিরাপত্তা দেখার জন্য তারা তাদের সফরে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় অপারেশনাল প্ল্যান ও সিকিউরিটির অবস্থা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশে এসেছেন। জানা গেছ, মঙ্গলবার বিসিবির সঙ্গেও তারা একটি বৈঠক করবেন। এরপর আইসিসিতে রিপোর্ট করবেন। ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এর আগে গত অক্টোবরে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। ওইসময় অস্ট্রেলিয়া সরকারের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা আরোপের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা সিয়ান ক্যারল সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন। এবারের প্রতিনিধি দলের নেতৃত্বেও তিনি থাকবেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ছাড়াও গত নভেম্বরে সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও বাংলাদেশ সফর বয়কট করেছিল। তবে অস্ট্রেরিয়ার ফুটবল দল নির্বিঘ্নেই বাংলাদেশে খেলে গিয়েছিল। এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে কেন্দ্র করে নভেম্বর-ডিসেম্বরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একযোগে কাজ করছে আইসিসি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের ৮টি ভেন্যুতে এবার এ টুর্নামেন্টের খেলা চলবে। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে