মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৯:৪৬

খারাপ খেলায় বিসিবি থেকে ছিটকে গেলেন সেই দুই ক্রিকেটার

খারাপ খেলায় বিসিবি থেকে ছিটকে গেলেন সেই দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিপিএল মাতিয়েছিলেন তারা। বিপিএলে আলো ছড়ান দুই জনেই। একজন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান। অন্যজন এক সময়ের দেশ সেরা পেসার। জাতীয় দলের হয়ে ২০১৫ সালে ভালো ক্রিকেট খেলতে পারেন নি তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি থেকে বাদ দিয়েছে এই দুই ক্রিকেটারকে। ভাগ্য ভাল পেসার আল আমিন ও রুবেল হোসেনের। বাদ পড়ার শঙ্কায় ছিলেন তারাও। কিন্তু বছরের শেষে দুঃখজনক বার্তা শুনতে হলো এনামুল হক বিজয় ও সফিউল ইসলামকে। সফিউল জার্তীয় লিগ ও বিপিএলে খারাপ করেননি। কিন্তু তা যথেষ্ট হয়নি জাতীয় দলের বিশেষ তালিকাভূক্ত ক্রিকেটার হিসাবে থাকার জন্য। বিজয় প্রতিভাবান ব্যাটসম্যান। তামিম ইকবালকে ছাপিয়ে যাওয়ার প্রতিভা নিয়ে উইকেটে মাঝে মাঝে হাজির হন তিনি। এ বছর জাতীয় দলে নিজের প্রতি সুবিচার করতে পারেননি বিজয়। সেটি এক কারণ অন্যদিকে নবাগত ৩ ক্রিকেটারের পারফর্ম বিবেচনায় এনে চুক্তিবদ্ধ হচ্ছে বিসিবি। ফলে বছরের শেষে এই দুঃখজনক খবরটা শুনতে হলো তাকেও। ২০১৫ সালে ১৪ জন ক্রিকেটার বিভিন্ন অংঙ্কের মাসিক বেতনে বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিল। ২০১৬ সালে চুক্তিবদ্ধ হচ্ছেন ১৫ জন। নতুন করে ৩ জনের সাথে এরই মধ্যে চুক্তি করেছে বিসিবি। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে