মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:০৭

বাংলাদেশের চারটি স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির

বাংলাদেশের চারটি স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারী দেশ থাকতে পারে। কিন্তু ঠিকই আইসিসির পছন্দ বাংলাদেশ। সোমবার সকালে ঢাকায় আসে আইসিসির একটি প্রতিনিধি দল। বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম ঘুরে দেখেন তারা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আইসিসি প্রতিনিধি দল এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। আমরা সফলভাবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করছি। শুধু অস্ট্রেলিয়াই নয় সকল দেশের ক্রিকেটারদের কঠোর নিরাপত্বা প্রদান করা হবে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এর আগে পর্যবেক্ষণ শেষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের চারটি স্টেডিয়ামকে ভেন্যু হিসাবে ঘোষণা দেয় আইসিসি। ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপের আসর বসবে এই চারটি স্টেডিয়ামে। এখানে বাংলাদেশের চমকও কম নয়। দীর্ঘদিন ধরে সিলেট ও বরিশালে আন্তর্জাতিক ম্যাচ বসছে না। কিন্তু এই চারটি স্টেডিয়ামের একটি হলো সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সি বিচ এলাকা কক্সবাজারের স্টেডিয়ামেও বসবে ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। এছাড়া ঢাকার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু হিসাবে ঘোষণা দিয়েছে আইসিসি। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে