মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৪:৫২

তথ্য ফাঁস, কেন এবারের বিপিএলে খারাপ খেলেছেন রুবেল?

তথ্য ফাঁস, কেন এবারের বিপিএলে খারাপ খেলেছেন রুবেল?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন একটি অঘটন থেকে বেঁচে গেছেন। ক্রিকেটের জন্য না হলেও তার ব্যক্তিগত জীবনে এটার গুরুত্ব অনেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুবিচার না পেলে মানসিক ভাবে ভেঙ্গে পড়তেন রুবেল হোসেন। ২০১৫ বিপিএলে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তিনি। রুবেল ২০১৬ সালের জন্য বিসিবির চুক্তি থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন। বিপিএলে ভালো না করার জন্য এই অঘটনের কবলে পড়ার শঙ্কায় ছিলেন তিনি। তবে অবশ্য এখান থেকে উদ্ধার হয়েছেন রুবেল হোসেন। বিপিএলে কয়েকটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেও আলো ঝলমলে বোলিং করে মুগ্ধ করতে পারেন নি তিনি। কেন এমনটা হলো সেই অবাককরা তথ্য ফাসঁ করলেন রুবেল নিজেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রুবেল হোসেন ‘এ’দলের হয়ে ভারত সফরে যান। এই ভারত সফরই কাল হয় রুবেলের জন্য। ভারতের বিপক্ষে বোলিং করার সময় আহত হন তিনি। মোটেই সুস্থভাবে নয় অসুস্থ অবস্থায় দলের প্রয়োজনে কয়েকটি ম্যাচে মাঠে নামেন তিনি। এই কয়েকটি ম্যাচ খেলে আরো অসুস্থ হন রুবেল হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানানোর পর রুবেল এও জানান যে, তার দলের ফিজিও জানতেন যে তিনি খেলার জন্য ফিট ছিলেন না। বিপিএলটা মিস হয়ে যায় বলে মাঠে নামতে তাড়া ছিল তার। এই রুবেল হোসেনের শরীরিক অবস্থা এখনো ভালো নয়। গত ২১ ডিসেম্বর রুবেলের বাম পায়ের পেশিতে আলট্রাসাউন্ড স্ক্যান করানো হয়। তাতে দেখা যায় রুবেলের মাংস পেশী এখনো পুরোপুরি জোড়া লাগেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, তার ছিঁড়ে যাওয়া পেশি জোড়া লাগাতে হলে আগামী চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। সুস্থ হওয়ার আগে তিনি জগিং ও দৌঁড়াতে পারবেন না। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে