মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০১:১৯:৪৩

১০০০ সেঞ্চুরি করে ইতিহাস, জিম্বাবুয়ের পেছনে টাইগাররা!

১০০০ সেঞ্চুরি করে ইতিহাস, জিম্বাবুয়ের পেছনে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে ১০০০সেঞ্চুরির মালিক কে? প্রশ্নটা মোটেই সহজ নয়। তবে এবার উত্তর দিকে পারবেন সবাই। ক্রিকেটে রেকর্ড সংখ্যেক সেঞ্চুরি করেছে একটি দেশ। টেস্ট ক্রিকেটর ইতিহাসে এটাই প্রথম ১০০০ সেঞ্চুরির নজির। এই ৫বার বিশ্বকাপ তো জিতছেই সঙ্গে আরও এক বিশ্বরেকর্ড। ১০০০টা সেঞ্চুরি! ক্রিকেটে একক রাজত্ব তো চলছেই অস্ট্রেলিয়ার। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে? এটি কি এখন আর পাবতে পারছেন আপনি? সেদিন এক ইনিংসেই ৪ টি সেঞ্চুরি তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এক দিনে চার সেঞ্চুরি করার সুবাধে টেস্টে ১০০০ সেঞ্চুরি পূর্ণ করেছে অস্ট্রেলিয়া। দলগতভাবে অস্ট্রেলিয়ার এই অর্জন। এখানে বাংলাদেশের রয়েছে মাত্র ৭৭ টি সেঞ্চুরি। টেস্টে ৯৬৪ টি সেঞ্চুরি করে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ৬৮৮ টি সেঞ্চুরি করে ভারত ৩ নম্বরে রয়েছেন। এর পরে ওয়েস্ট ইন্ডিজ ৬২৯ টি, পাকিস্তান ৫৪৩ টি, দক্ষিণ আফ্রিকা ৫০১টি, শ্রীলঙ্কা ৩৯৩ টি, নিউজিল্যান্ড ৩৭৭ টি, জিম্বাবুয়ে ১০৭টি। জিম্বাবুয়ের পরে বাংলাদেশের অবস্থান। এর পরে আয়্যারল্যান্ড ২০টি ও স্কটল্যান্ড করে ১৪টি টেস্ট সেঞ্চুরি। টেস্ট সেঞ্চুরির দিক থেকে জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে! এর একটি কারণ অবশ্য রয়েছে। কেননা বাংলাদেশের বেশ আগে জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পায়। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে