মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০১:৩১:০৩

ক্রিকেটারদের মহা বিতর্কিত কয়েকটি উক্তি

ক্রিকেটারদের মহা বিতর্কিত কয়েকটি উক্তি

স্পোর্টস ডেস্ক : ভদ্রলোকের খেলা ক্রিকেটে মাঝে মাঝেই ক্রিকেটাররা বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। এই বিতর্ক সৃষ্টির অভিযোগ থেকে মুক্ত নন শহিদ আফ্রিদি, স্টিভ ওয়াহ, মাইকেল ভনদের মতো ক্রিকেটাররাও। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত পাঁচটি উক্তি নিয়েই এই আয়োজন। শহিদ আফ্রিদিঃ 'সত্যি কথা বলতে কি, আমার মনে হয় তারা(ভারতীয়) কখনো পাকিস্তানিদের মতো হৃদয়ের অধিকারী হতে পারবে না। আমার মনে হয়না আল্লাহ আমাদেরকে যেমন বিরাট ও পরিচ্ছন্ন মন দিয়েছেন তা তাদের(ভারতীয়) আছে।’ ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর দেশে ফিরে এই মহাবিতর্কিত উক্তি করেছিলেন শহিদ আফ্রিদি। মাইকেল ভনঃ ‘লক্ষণ কি তার ব্যাটের বাইরের পাশে লেগে থাকা ভেসলিনের কারণেই বেঁচে গেল?’ ২০১১ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় লক্ষণের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে টুইট করেছিলেন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। হট স্পট টেকনোলজি থেকে বাঁচতে ব্যাটে ভেসলিন মাখিয়ে রেখেছিলেন লক্ষণ, এমন অভিযোগই তোলেন ভন। স্টিভ ওয়াহঃ ‘প্রতিপক্ষের জন্য সম্মানের অভাব ছিল গাঙ্গুলির মধ্যে, কারণ সে সবসময়ই টসের সময় দেরি করে আসতো।’ ২০০১ সালে একটি টেস্টে টসের সময় অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহকে মাঝ পিচে অপেক্ষমান রেখে দেরি করে এসেছিলেন গাঙ্গুলি, তারই ফলশ্রুতিতে এমন মন্তব্য করেন স্টিভ। শোয়েব আখতারঃ ‘আমার মনে হয় শুরুর দিকের ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার কিংবা রাহুল দ্রাবিড় ম্যাচ উইনার ছিলেন না। এমনকি কিভাবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে হয় সেটিও তারা খুব একটা ভাল পারতেন না।’ ভারতীয় দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে নিয়ে পাকিস্তানি পেসার শোয়েব আখতারের এমন মন্তব্য হয়েছিল তীব্র সমালোচিত। আহমেদ শেহজাদঃ ‘তুমি যদি অমুসলিম থেকে মুসলিম হও, তাহলে জীবনে যাই করো না কেন, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে।’ খেলার মাঠে শ্রীলঙ্কান ক্রিকেটার তিলাকারাত্নে দিলশানকে এমন কথা বলে ভালই বিপাকে পড়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।-প্রিয় নিউজ ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে