মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৩:০৬

দুই টাইগার কি ডোপ টেস্টে নিষিদ্ধ হচ্ছেন?

দুই টাইগার কি ডোপ টেস্টে নিষিদ্ধ হচ্ছেন?

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই গ্রেট ক্রিকেটার ডোপ টেস্টের কারণে ক্রিকেট বিশ্ব থেকে ছিটকে যান। এই খবর নিয়ে যখন উদ্বিগ্ন সবাই তখন বিসিবি জানাল অন্য খবর। দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডোপ টেস্টে কি নিষিদ্ধ হয়ে ছিটকে যেতে পারেন তারাও? বিপিএলে অংশ নেয়া ছয় ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সন্দেহ হচ্ছে দুই জন টাইগার ক্রিকেটারকে নিয়ে। তবে বিসিবির কর্মকর্তারা নাম প্রকাশ করেন নি তাদের। বিসিবির কর্মকর্তারা জানান, ছয় জনের মধ্যে চারজনের ফলাফল আমাদের হাতে রয়েছে। এই চার জনকে নিয়ে কোনো চিন্তা নেই। দিল্লির গবেষণাগার থেকে ওই দুই জনের বিপক্ষে সিদ্ধান্ত আসে কিনা এটি নিয়ে বেশ উদ্বিগ্ন বিসিবি। ডোপ টেস্টে ধরা পড়ায় কয়েকদিন আগে লঙ্কান ক্রিকেটার কুসল পেরেরাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ’র উপরও নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে