মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৪:৩০

প্রিয় মায়ের সঙ্গে সাকিবের বিমান ভ্রমণ

প্রিয় মায়ের সঙ্গে সাকিবের বিমান ভ্রমণ

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান মানে একটি ব্যান্ড, আর সোনাক্ষরে লিখে রাখার মত বিস্ময়কর একটি নাম। তার বোলিং ভেলকি আর দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাধে বিশ্ব দরবারে লক্ষ কোটি ভক্তের মনকোঠায় শুধু সাকিব আর সাকিব। সেই ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় বাংলাদেশি এই গুণী খেলোয়াড়ের। এর পর থেকে সবই ইতিহাস। যা বাংলাদেশের সবারই জানা। বামহাতি মিডল অর্ডার ব্যাটিং করা ছাড়াও বামহাতি অর্থোডক্স স্পিনার করে থাকেন তিনি। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়-"দ্য ওয়ান ম্যান আর্মি"। এছাড়াও তার রয়েছে বিশ্বের সেরা অল-রাউন্ডার হওয়ার কৃতিত্ব। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন| সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার খেলার মাঠে যেমনটা পরিচিত ঠিক তেমনটা মাঠের বাহিরেও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি আপলোড দিয়ে এসেছেন আলোচনায়। ছবি ক্যাপশনটি ছিল ঠিক এরকম ‘ মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণ।’ ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে