মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৭:৪৮

লজ্জায় লাল প্রতিপক্ষ, বিশ্বকে ফের তাক লাগাল অস্ট্রেলিয়া

 লজ্জায় লাল প্রতিপক্ষ, বিশ্বকে ফের তাক লাগাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : এমনও হতে পারে ক্রিকেট! ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার ষোল আনাই পরিপূর্ণ করেছে অস্ট্রেলিয়া। এর আগে ক্রিকেটপ্রেমীদের কখনো যেটা দেখার সুযোগ হয়নি এই রকম একটি ম্যাচ এটি। লজ্জায় লাল প্রতিপক্ষ, আর বিশ্বকে ফের তাক লাগাল অস্ট্রেলিয়া। ম্যাচে বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার জয় তো থাকছেই। এই জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সবকিছু। ৩ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের এক ইনিংসে চারটি সেঞ্চুরি করে অসি ব্যাটসম্যানরা। এই চারটি সেঞ্চুরির সুবাধে টেস্টে ১০০০ টি সেঞ্চুরি পূর্ণ করে অস্ট্রেলিয়া। যা আইসিসির ইতিহাসে প্রথম। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পায় ১৭৭ রানের ব্যবধানে। প্রথম টেস্টে জয় পায় ইনিংস ব্যবধানসহ ২১২ রানের ব্যবধানে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ এখন রয়েছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায়। দুর্বার গতিতে আগাচ্ছে টিম অস্ট্রেলিয়া। সম্প্রতি এই টিমে নেই কোন পরাজয়। শেষ টেস্টেও পাওয়ায় দিক থেকে এগিয়ে থাকবে নজর কেড়ে নেয়া এই টিম। বিশ্ব ক্রিকেটের প্রতিটি আয়না দিয়েই দেখা যাচ্ছে টিম অস্ট্রেলিয়াকে। আর কয়েকদিন পরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে স্টিভেন স্মিথরা। তবে এখন থেকে অসিদের নিয়ে ভাবতে শুরু করেছে প্রতিপক্ষরা। ২৯ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে