মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৮:০০

হঠাৎ ভেলকি মেসির বার্সার!

হঠাৎ ভেলকি মেসির বার্সার!

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড় বার্সেলোনার হয়ে খেলার নিয়োগপত্র পেলেন। স্বাভাবিকভাবে আজ তার মনে আনন্দের ছড়াছাড়ি। কারণ সে বিশ্বের নামকরা একটি ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু ঠুনকো একটি ঘটনায় কয়েক ঘন্টা ব্যবধানে তার সব খুশি ম্লান হয়ে গেল । ওই খেলোয়াড় তার টুইটার অ্যাকাউন্ট থেকে শুধু একটি টুইট করেছিলেন। আর তাতেই কেল্লা পথে। আকাশ থেকে সোজা ধপাস করে মাটিতে। সেই দূর্ভাগা খেলোয়াড়ের নাম সার্জিও গার্দিওয়ালা। তার অপরাধ তিনি সদ্য বার্সার বিরুদ্ধে একটি আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। ডেইলি নিউজ এ খবর জানিয়েছে। জানা যায় সোমবার দুপুরে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হোন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু বিকেলেই তাকে বাদ দেয়া হয় ক্লাব থেকে। মূলত বার্সেলোনার ঘোর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সমর্থক এবং বার্সেলোনার সমর্থকরা টুইটারে তার কিছু আক্রমণাত্মক মন্তব্য আবিষ্কার করার পরই তাকে দল থেকে বাদ দেয়া হয়। দুই বছর আগে করা ওই টুইটে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে বার্সেলোনা এবং কাটালোনিয়াকে কটাক্ষ করেছিলেন সার্জি গার্দিওলা। বার্সেলোনা তার চুক্তি বাতিল করে এবং বার্সেলোনার বি টিমে তার ক্যারিয়ার মাত্র সাত ঘণ্টায় শেষ হয়ে যায়। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে