মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:০০:২৩

‘ক্যাপ্টেন অনেক হয়, মাশরাফির মত নয়’

‘ক্যাপ্টেন অনেক হয়, মাশরাফির মত নয়’

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালটা বাংলাদেশ ক্রিকেটর জন্য দারুণ একটি বছর। বছরটিতে টাইগারদের কাছে মাথা নত করতে হয়েছে ক্রিকেট পরাশক্তির পাকিস্তান, ভারত, ও দক্ষিণ আফ্রিকার মত দেশ গুলো। এর ফলে ২০১৫ সালে সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য এসেছে তবে টেষ্ট ক্রিকেটে অবশ্য তেমন কোন অগ্রগতির ছাপ এখনোও নেই। আগামী বছর বাংলাদেশে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেনা তাই কতদিন বজায় থাকবে এই ধারাবাহিকতা। এই বিষয়ে সাবেক অধিনায়ক, খালেদ মাসুদ পাইলট বিবিসি বাংলাকে বলেন, নি:সন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা ভাল গ্রোথ উপরের দিকে যাওয়ার। এ বছর বাংলাদেশ খুব ভাল পারফর্ম করছে। বিশেষ করে বেশ কিছু ইয়াং খেলোয়াড় যেমন সৌম্য সরকার, মুস্তাফিজ। সিনিয়র এর মধ্যে তামিম,শাকিব,মুসফিক ও মাশরাফি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, এছাড়া দল বা টিম হিসেবে বাংলাদেশ ভাল খেলছে। আগে বাংলাদেশে এমন একটা বিষয় ছিল যে,সাকিব বা তামিম এর ওপর নির্ভরশীল অর্থাৎ তামিম ভাল করলে ভাল কিছু হবে বা শাকিব ভাল করে খেলতে পারলে ভাল কিছু করবে। সেই ধারণাটা কেটে গেছে। এখন ১১ জনের ভাল একটা দলগত পারফরমেন্স হচ্ছে। সবার মধ্যে একটা আত্ববিশ্বাস আছে। এ সময়টা পেরিয়ে এসেছে ভাল করছে এটা একটা অবদান। ধারাবাহিকভাবে যেই টিমে আসছে সেই টিমকে একটা উইনিং পজিসনে নিয়ে যাওয়া। খালেদ মাসুদ পাইলট আরো বলেন, লিডারশিপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাশরাফি বর্তমানে যথার্থ ক্যাপ্টেন খুবই ফ্রেন্ডলি ক্যাপ্টেন। ক্যাপ্টেন তো অনেকেই হয়, কিন্তু মাশরাফির মত নয়। দলকে সঠিকভাবে মাঠে খেলানো পরিচালনা করার ক্ষমতা সবার থাকেনা। বেশ কিছু পরিবর্তন লক্ষনীয় বাংলাদেশে কোচিং স্টাফ , নতুন কোচ শ্রীলংকার হাতুরি সিং এসেছেন, সাপোর্ট স্টাফ এটা ইতিবাচক। প্রত্যেকটা খেলোয়াড়কে সমান হিসাবে দেখা এবং তাদের উইনিং হ্যাবিট টা খুব ইমপর্টেন্ট। যা সাহসকে বিল্ড আপ করে। পর্যায়ক্রমে এই হ্যাবিটটা তাদেরকে ভাল অবস্থানে নিয়ে যাবে – আমি পারি। আমরা ডমিস্টিক’এ খুব ভাল করছি। আমাদের নিজস্ব মাঠের মধ্যে ভাল করছি। দেশে ভাল করছি। কিন্ত এই ভালটা দেশের বাইরে তৈরি করতে হবে। এর বাইরে কিছু উন্নতির জায়গা আছে টেস্ট ম্যাচে ভাল করা, ভাল কিছু বোলার লাগবে যারা ২০ উইকেট নেয়ার মতো বোলার হবে। তাছাড়া ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মাত্র তিনটি দেশে। এ তিনটি দেশ শ্রীলংকা, ইংল্যান্ড এবং ভারত ছাড়া বাংলাদেশের টিমের ২০১৬ সালে আর খেলা বা ট্যুর নাই। সেজন্য ডমিস্টিক খেলাগুলোতে আরো সিরিয়াস হতে হবে। বাংলাদেশে টিম যেভাবে এগোচ্ছে খুব শীঘ্রই একটা ভাল কিছু হবে এই প্রত্যাশায়। সূত্র : বিবিসি বাংলা ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে