মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৯:৫৯

সব চূড়ান্ত, বাংলাদেশে খেলতে আসছে ছয়টি দেশ

সব চূড়ান্ত, বাংলাদেশে খেলতে আসছে ছয়টি দেশ

স্পোর্টস ডেস্ক: আর্ন্তজাতিক ফুটবলের আসর “বঙ্গবন্ধু গোল্ডকাপ” টুর্ণামেন্ট খেলতে আগামী জানুয়ারী মাসে বাংলাদেশে আসছে ছয়টি দেশের ফুটবল টিম। এবারে টুর্নামেন্টে দেশি বিদেশি দল মিলে মোট আটটি দল অংশ নিবে। দেশ গুলো হচ্ছে, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ,বাহরাইন এবং বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে গ্রুপিং চূড়ান্ত করা হয়। আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও যশোর জেলা স্টেডিয়াম। টুর্ণামেন্টের গ্রুপের প্রথম পর্বের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যশোরে। আর গ্রুপের বাকি ৮ ম্যাচ এবং নকআউট পর্বের ম্যাচগুলো হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে গ্রুপ ‘এ’ রয়েছেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং নেপাল। অন্য গ্রুপ; গ্রুপ ‘বি’তে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সাথে বাহরাইন, মালদ্বীপ ও কম্বোডিয়া। এক নজরে বঙ্গবন্ধু কাপের গ্রুপিং: গ্রুপ ‘এ’: মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ। গ্রুপ ‘বি’ : বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে