মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫৪:৩৪

বাবা মিসবাহকে ছাড়িয়ে যাবে ছেলে ফাহাম

বাবা মিসবাহকে ছাড়িয়ে যাবে ছেলে ফাহাম

স্পোর্টস ডেস্ক: বাবার দেখানো পথেই হাঁটতে শুরু করলো পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ- উল হকের ছেলে ফাহাম-উল-হক। তবে ক্রিকেটে বাবাকে ছাড়িয়ে বহু দূর যেতে চান ছেলে ফাহাম। পাক ক্রিকেটে মিসবাহর অনেক রেকর্ড রয়েছে। সেগুলো ভেঙে বাবাকে ছাড়িয়ে যেতে তিনি। ক্রিকেট মাঠে এখনো কোনো কীর্তি দেখতে পারেননি ছেলে। নিজেকে তৈরি করছেন চান ১০ বছরের ফাহাম। বাবার সাথে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন ফাহাম। এর মধ্যে তার ব্যাটিং স্টাইল অনেককে মুগ্ধ করেছে। ফাহামের স্বপ্ন, বড় বড় রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগাবেন। একদিন বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করাই তার স্বপ্ন। বাবা মিসবাহ ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ছেলে ফাহাম বাঁ হাতি। নেতার সন্তান নেতা হতেই পারে। ফাহামও নেতা হতে চায়। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেয়ার ইচ্ছাও তার মাঝে আছে। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে