মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৪:০১

১৬ কোটি বাঙালির কাছে ক্ষমা চাইলেন কাজী সালাউদ্দিন

১৬ কোটি বাঙালির কাছে ক্ষমা চাইলেন কাজী সালাউদ্দিন

স্পোটর্স ডেস্ক: ভারতে অনুষ্ঠিত চলমান সাফ চ্যাম্পিয়নশিপে থেকে লজ্জাজনকভাবে হেরে বাংলাদেশ ফুটবল দল বিদায় নেওয়া ষোলো কোটি বাঙলির কাছে ক্ষমা চাইলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গেলেও সেটা আর পূরণ হয়নি। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হার মানে মামুনুলরা। আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ ব্যবধানে হারার মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ ফুটবলে গ্রুপ পর্বে বিদায় নিতে হয় বাংলাদেশকে। অবশ্য সাফের এমন ব্যর্থতার কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ ঢাকার স্থানীয় এক হোটেলে আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপিং ড্র অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেন, ‘আমার কাছে এটা খুবই দুঃখের দিন। সাফে আমরা মোটেও ভালো করতে পারি নাই। এর জন্য আমি ষোলো কোটি বাঙালি জাতির কাছে ক্ষমা প্রার্থী। আশা করি সামনের দিনগুলোতে ফুটবল দল ভালো কিছুই বয়ে আনবে দেশের জন্য। বাংলাদেশের এই কিংবদন্তী ফুটবলার আরো বলেন, আমরা সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৬তে চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৯এ সেমিফাইনাল খেলেছি। কদিন আগে মেয়েরাও (অনুর্ধ্ব-১৪) জিতেছে এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে