মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৫৫

শোয়েব আখতারের দ্রুতগতির রেকর্ড ভেঙে চুরমার করলেন যিনি

শোয়েব আখতারের দ্রুতগতির রেকর্ড ভেঙে চুরমার করলেন যিনি

স্পোর্টস ডেস্ক: ১৬১.৩ কিমি/প্রতিঘন্টা, এটাই পৃথিবীর ক্রিকেট ইতিহাসের সব থেকে দ্রুতগতির বল। আর রেকর্ডটির মালিক ছিলেন পাকিস্তান দলের সাবেক ফাস্ট বোলার শোয়ের আখতার। এক সময়কার পাকিস্তান দলের এই মাঠ কাঁপানো খেলোয়াড়ের রেকর্ডটি আর অক্ষুন্ন থাকলো না। ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ায় সিরিজে চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে তার রেকর্ড ভাঙলেন জশ হ্যাজেলউড। ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা। বল করলেন হ্যাজেলউড। তখনও ব্যাটসম্যান বুঝেই উঠতে পারেননি এটিই হতে যাচ্ছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সব থেকে দ্রুতগতির বল। বুঝলেন তখন যখন পুরো মাঠ জুড়ে 'হু' 'হু' হুঙ্কার শুনলেন। স্পিড মিটারে বড় বড় করে লেখা ১৬৪.২ কিলোমিটার। তবে স্পিড মিটারের যান্ত্রিক ত্রুটির জন্য বলের গতিবেগ এত বেশি দেখায়। এর আগের মাসেই নিউজিল্যন্ডের নীল অয়েঙ্গার শ্রীলঙ্কার বিরুদ্ধে '১৬০ কিমি/ঘণ্টা' জোরে বল করার নজির গড়ে ছিলেন। তবে ঐ বলটি নিয়ে বিতর্কও কম হয়নি। তবে ওয়াকাতে ১৬০.৪ কিমি/ঘণ্টা দ্রুতগতির বল করার নজির ছিল অস্ট্রেলিয়ার বাঁহাতি বলার মিচেল স্টার্কের। রস টেলরকে ১৬০.৮ কিমি গতিবেগে বল করেছিলেন স্টার্ক। টেস্ট ক্রিকেটে এতদিন পর্যন্ত সেটাই ছিল সব থেকে জোরে বল। ২৮ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে