মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:১২

মুস্তাফিজ-সৌম্যও সাব্বির মাসিক পাচ্ছেন ৬০ হাজার টাকা

মুস্তাফিজ-সৌম্যও সাব্বির মাসিক পাচ্ছেন ৬০ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নতুন চুক্তিতে যোগ হচ্ছেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং সাব্বির রহমান। এক বছর মেয়াদী চুক্তির কাঠামোতে আসা নতুন তিন ক্রিকেটারের ঠাঁই হচ্ছে ডি-ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে টাইগারদের মাসিক বেতন হচ্ছে ৬০ হাজার টাকা করে। ২০১৫ সালে চুক্তি অনুযায়ী ডি-ক্যাটাগরিতে আরও রয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, তাইজুল ইসলাম ও পেসার আল-আমিন হোসেন। তারাও পাচ্ছেন হচ্ছে একই বেতন। এ-প্লাস ক্যাটাগরিতে আগে ছিলেন ৪ ক্রিকেটার-ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল-হাসান, ও তামিম ইকবাল। এবার এ তালিকায় যুক্ত হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৬ সালের চুক্তিতে এ ক্যাটাগরিতে থাকছেন না কোনো ক্রিকেটার। বি ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। তারা হলেন ইমরুল কায়েস, নাসির হোসেন ও রুবেল হোসেন। সি ক্যাটাগরিতে মুমিনুল হক একাই আছেন। ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী এ-প্লাস শ্রেণীর ক্রিকেটারের মাসিক বেতন ছিল ২ লাখ টাকা। বাকি ‘এ’ শ্রেণীতে ১ লাখ ৭০ হাজার, ‘বি’শ্রেণীতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ শ্রেণীতে ৯০ হাজার ও ‘ডি’ শ্রেণীতে ৬০ হাজার টাকা ছিল ক্রিকেটারদের মাসিক বেতন। অধিনায়ক বাড়তি ২০ হাজার ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা দায়িত্ব ভাতা পেতেন। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে