মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৫:০৭

নেইমারকে নিয়ে মিথ্যাচার

নেইমারকে নিয়ে মিথ্যাচার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সুপাটাস্টার তারকা ফুটবলার নেইমারকে নিয়ে স্পেনের কিছু সংবাদ মিডিয়া মিথ্যাচার সংবাদ প্রচার করেছে। স্পেনের মিডিয়াগুলো দাবি, নেইমারকে কোটি টাকা প্রলোভন দেখিয়ে রিয়াল মাদ্রিদ কিনেছেন। তবে তাদের এই খবর ‘গুজব বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার প্রধান কোচ লুইস এনরিকে। মিডিয়াগুলো রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস কথার উপরে জোড় দিয়ে এমনটি দাবি করেছেন। কিছুদিন আগে ফ্লোরেন্তিনো স্পেনের গণমাধ্যমকে জানান, যে কোনো মূল্যে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে কিনে নেবে। উদাহরণ হিসেবে ২০০০ সালে তখনকার বিশ্বের অন্যতম সেরা তারকা লুইস ফিগোর বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি।এবার অবশ্য অমন কিছু হবে না বলেই বিশ্বাস বার্সেলোনার কোচ এনরিকের। সাংবাদিকদের তিনি বলেন, “এগুলো গতানুগতিক ফুটবল গুজবের অংশ। এ মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন। তবে তার সঙ্গে নতুন চুক্তি করা নিয়ে আলোচনা চলছে। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে