শনিবার, ১৬ মে, ২০২০, ০২:১৮:০৭

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি : শহীদ আফ্রিদি

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি : শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে অনেকবারই ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদি। এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতেও। বাংলাদেশের প্রতি যেমন ভালবাসা আছে আফ্রিদির, তেমন বাংলাদেশের মানুষের কাছ থেকে পেয়েছেনও অনেক বেশি ভালবাসা ও সম্মান।

এর আগে গত বছর বিপিএল খেলতে এসে আফ্রিদি ঘুরতে যান লালবাগ কেল্লায়। মোঘল সুবাদারদের সৃষ্টি ঐতিহ্যবাহী এই স্থানে গিয়ে মুগ্ধ হলেন আফ্রিদি। বরাবরই বাংলাদেশের সাধারণ জনগনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন বলে জানালেন আফ্রিদি। তাই লাল সবুজের দেশটিকে নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে করেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

বিপিএলের দ্বিতীয় আসর ছাড়া প্রতি আসরেই খেলেছেন আফ্রিদি। আফ্রিদি লালবাগ কেল্লায় গিয়ে নিজের মুগ্ধতার কথা, ‘বাংলাদেশে আমি সবসময় উপভোগ করি। এটা আমার দ্বিতীয় বাড়ি। আমি সবসময় এখানে ক্রিকেট খেলতে পছন্দ করি। এখানকার জনগণের কাছ থেকে আমি সবসময় আমি ভালো সাড়া, শ্রদ্ধা ও ভালোবাসা পাই। এ কারণেই আমি এখানে খেলতে ভালবাসি। এবং প্রতিবছর খেলতে চলে আসি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে