শনিবার, ১৬ মে, ২০২০, ০৩:৩৭:২৩

আমাদের বিপক্ষে খেলা যাবে না, তুমি এই ব্যাট দিয়ে অন্য দলের বিপক্ষে খেলবে; সাব্বিরকে ধোনি

আমাদের বিপক্ষে খেলা যাবে না, তুমি এই ব্যাট দিয়ে অন্য দলের বিপক্ষে খেলবে; সাব্বিরকে ধোনি

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবে বিখ্যাত। মহাবি'পদের সময়েও মাথা ঠাণ্ডা করে ম্যাচ বের করে ফেলেন তিনি। যেমন চার বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হেরেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে সাব্বির রহমানকে স্টাম্পড করে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন ধোনি। ইংল্যান্ডে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও একইরকম সুযোগ পেয়েছিলেন ধোনি, তবে সাব্বির সেটা সফল হতে দেননি।। সম্প্রতি এক লাইভে সেই সব ঘটনার স্মৃতিচারণ করেন সাব্বির রহমান।

ক্রিকফ্রেন্সির সঙ্গে ফেসবুক লাইভে এসে সাব্বির বলেন, 'বেঙ্গালুরুতে ওই বিশ্বকাপে ও আমাকে স্টাম্পিং করেছিল। এবারের বিশ্বকাপেও সে আমাকে স্টাম্পিংয়ের জন্য ওত পেতে দাঁড়িয়ে ছিল। আমি ব্যাট নিয়ে ক্রিজে ওর সামনেই পড়ে গেলাম। এরপর হেসে বললাম, আজ না।'

বিশাল বিশাল ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত ধোনি। আর সাব্বির এই ধোনির খুব বড় ভক্ত। একবার তো ধোনিকে প্রশ্নই করে ফেলেন তার ব্যাট নিয়ে, 'আমি তাকে বললাম, আসলেই তোমার ব্যাটে কি আছে? তোমার ব্যাটে কি এমন জিনিস আছে যে যেটা আমাদের ব্যাটে নেই। আমরা মা'রলে তো মাঠ পার হতে চায় না।'

'প্রশ্ন শুনে ও (ধোনি) আমাকে বলল যে এটা শুধুই আত্মবিশ্বাসের ফল। আত্মবিশ্বাস ছাড়া অন্য কিছুই নেই আমার ব্যাটে। যদি আমি ঠিক করি যে এই বলে ছক্কা হাঁকাবো তাহলে ১০০ তে ৯০টাই ছক্কা হবে।'

এরপর ধোনির কাছ থেকে তার একটি ছক্কা মা'রার ব্যাট চেয়েছিলেন সাব্বির। ধোনি তাকে নিরা'শ করেননি। তবে দিয়েছিলেন একটি শর্ত। সাব্বিরের ভাষায়, 'আমি তখন ধোনির কাছে একটা ব্যাট চেয়েছিলাম। বলেছিলাম, তোমার একটা ব্যাট আমাকে দাও, তোমাদের বিপক্ষে খেলব। তখন সে বলেছিল, আমাদের বিপক্ষে খেলা যাবে না। তুমি এই ব্যাট দিয়ে অন্য দলের বিপক্ষে খেলবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে