বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১২:০০:৩৬

ক্রিকেটার আমিরকে নিয়ে ইমরান খানের প্রশ্ন

ক্রিকেটার আমিরকে নিয়ে ইমরান খানের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে আবার যোগ দিয়েছেন জাতীয় দলে। কিন্তু আমিরের প্রতি সতীর্থদের আচরণকে সমর্থন করতে পারছেন না ইমরান খান। ক্রিকেটার আমিরকে নিয়ে ইমরান খানের প্রশ্ন, ও'র পাশে দাঁড়ালে অসুবিধা কোথায়? আমিরকে সাহস দিতে সাবেক ক্রিকেটারদের পাশে দাঁড়াতে বলছেন ইমরান খান। পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তী জানিয়েছেন, জাতীয় দলের স্বার্থেই আমিরকে ফের দেশের হয়ে খেলার সুযোগ দেয়া উচিত। সোমবার করাচিতে সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে ইমরান বলেন, ১৯ বছরের একটা বাচ্চা ছেলে কিছু ভুল করতেই পারে। তিনি বলেন, আমিরও সেই ভুল করেছে। কিন্তু ও যে তার জন্য কতটা অনুতপ্ত, সেটাও বিচার করা দরকার। আমি চাই ও অতীতকে মুছে ফেলে মাঠে নেমে দুর্দান্ত ক্রিকেট উপহার দিক। রোববার লাহৌরে জাতীয় দলের শিবিরে সতীর্থদের কাছে তাকে আরো একবার খেলার সুযোগ দেয়ার অনুরোধ করেছিলেন আমির। সেই সময় তিনি কেঁদেও ফেলেন। তারপরই সতীর্থরা দূরত্ব সরিয়ে দিয়ে তাকে বুকে টেনে নেন। ইমরান সেই প্রসঙ্গে বলেন, কুখ্যাত অপরাধীরা দেশটাকে এখন নিয়ন্ত্রণ করছে। সেখানে কেউ অপরাধ করলে আমি মনে করি তাকে নিজের ভুল শুধরে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসার সুযোগ দেয়া উচিত। তিনি এও বলেন, আমি মনে করি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসকদের আমিরের পাশে দাঁড়ানো দরকার। মনে রাখা দরকার যে, আমির পাকিস্তান ক্রিকেটের এক সেরা প্রতিভা। ইমরান খান বলেন, ও যা অপরাধ করেছে তার শাস্তি ভোগও করেছে। এবার আমিরের অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি, আমির ফিরলে এ দলের বোলিং শক্তি আরো সমৃদ্ধ হবে। ২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে