বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৪:০২

ব্রাজিলের ফুটবল প্রতিভা বিক্রি হয়ে গেছে : রোনালদো

ব্রাজিলের ফুটবল প্রতিভা বিক্রি হয়ে গেছে : রোনালদো

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে বিশ্বকাপে বিপর্যস্ত হওয়ার শোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না ফুটবলের গোল-মেশিন খ্যাত রোনালদো৷ বিশেষ করে জার্মানির কাছে ৭-১ ব্যবধানের পরাজয় তাকে সব সময়ই ব্যথা দিচ্ছে৷ এ নিয়ে ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের বড় সমস্যা, ব্রাজিল ফুটবল প্রতিভার রপ্তানিকারক হয়ে গেছে৷ ইউরোপের ক্লাবগুলো বছরের পর বছর ব্রাজিলের প্রতিভাগুলো নিয়ে যায়৷ ১৪-১৫ বছর বয়সী ব্রাজিলের ছেলেরাও এখন ইউরোপে খেলে৷ এই ফুটবলাররা তাদের সেরা সময়টা ইউরোপেই কাটিয়ে আসে৷ আর ব্রাজিলে ফেরে যখন, তখন তাদের আসলটা শেষ হয়ে যায়৷ তরুণ বয়সের ছেলেদের যদি আমরা ইউরোপে যাওয়া বন্ধ করতে না পারি, তা হলে ব্রাজিল ফুটবলকে জাগানো যাবে না৷ এ সব ভেবে লাভ নেই৷ এত কিছুর পরও আমরা সেই একই জায়গায় আছি৷’ ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধানের দায়িত্ব দিলে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে? এই প্রশ্নের উত্তরে রোনালদো বলেছেন, ‘আমার প্রথম কাজ হবে সব ফুটবল ক্লাব, কোচ আর একাডেমিকে ডেকে বন্ধ ঘরে একটি মিটিং করা৷ জেনে নেব, তাদের কী দরকার৷ আমাদের ফেডারেশন স্থানীয় ক্লাবগুলোকে অর্থ দেয় না৷ ক্লাবগুলো তাই খেলোয়াড়দের ইউরোপের ক্লাবে বিক্রি করে দিতে বাধ্য হয়৷ এছাড়া তৃণমূল পর্যায়ে ফুটবল একাডেমি এবং স্কুলগুলোতে প্রতিভাবান ছেলেদের পরিচর্যার দিকেও মনোযোগ দেওয়া দরকার৷ রিওর একটা খেলোয়াড়ও আজকের জাতীয় দলে নেই৷ এটা লজ্জার বিষয়৷ অথচ এক সময় রিও অনেক কিংবদন্তিকে জন্ম দিয়েছে৷ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা কখনও একটা ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে খেলেনি৷’ ওদিকে, ব্যালন ডি’অরের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে মেসিকেই এগিয়ে রাখছেন এই ব্রাজিল কিংবদন্তি। গত সাত বছরে মেসি, রোনালদোই ভাগাভাগি করে নিয়েছেন এই পুরস্কার। মেসি চারবার, রোনালদো তিনবার। ফলে স্বাভাবিকভাবেই কে সেরা তা নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক রয়েছে। ব্রাজিলের রোনালদোর কথায়, ‘আমি মেসিকেই এগিয়ে রাখবো। আমার মতে ও কমপ্লিট ফুটবলার। খুব দর্শনীয়ভাবে কাজগুলো করতে পারে।’ রোনালদোর ভোট পাওয়ায় স্বাভাবিকভাবেই মেসিভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে