বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১০:১৩:১৩

এক ম্যাচে ১২ টি উইকেট শিকার করলেন ইমরান তাহির

এক ম্যাচে ১২ টি উইকেট শিকার করলেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক : শুধু ওই ক্রিকেটারের গুনগান ও সুনসান নীরবতা কমিটি বক্স জুড়ে। কীর্তি গড়ারও একটি সীমারেখা থাকে। একটি মাত্রা থাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৈরী করা এই অস্ত্র প্রবেশ করলেন ক্রিকেটপ্রেমীদের অন্তরে। কয়েকদিন দিন আগে ভারত সফর করে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টেস্ট সিরিজে শতবর্ষের বাজে ফর্মের সাক্ষী হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু এর পরেও খবরের শিরোনাম হতে এক সময়ে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠ কাঁপানো ইমরান তাহির। স্পিন স্টার ইমরান তাহির এবার এক ম্যাচে ১২ টি উইকেট শিকার করেন। বিশ্বমিডিয়ার শিরোনাম এটি। তাহিরের জাদুতে জয় পায় তার দল ডলফিনস। সান ফয়েল সিরিজে ডলফিনের হয়ে খেলেন নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ক্রিকেটার হওয়া ইমরান তাহির। প্রথম শ্রেণীর ৪ দিনের ম্যাচে সান ফয়েল সিরিজে ইমরান তাহিরের প্রতিপক্ষ দল ছিল নাইটস। ইমরান তাহির প্রথম ইনিংসে নেন চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ৮টি উইকেট। প্রথম ইনিংসে ২৫৭ রান করা নাইটরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। প্রথম ইনিংসে তাহিরদের সংগ্রহ ছিল ৩০৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি ডলফিনরাও। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৬ রান করে ডলফিনরা। এর জবাবটা দেন ইমরান তাহির। কঠিন অবস্থায় চমক দেখিয়ে দলকে জয় উপহার দিয়ে ম্যাচ সেরা হন তিনি। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে