বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৮:৫৭

গর্ববোধটা মনের ভেতর লালন করতে হয়: মাশরাফি

গর্ববোধটা মনের ভেতর লালন করতে হয়: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বর্তমানে স্বপ্নের পাল তোলা রঙিন নৌকায় ভেসে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০১৫ সালে এই অধিনায়কের হাত ধরে একের পর এক জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল । এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট মহল, উচ্ছ্বসিত বাংলাদেশ। বছরের শেষের দিকে সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অপেক্ষাকৃত দূর্বল দলকে সামনে এগিয়ে নিয়ে যান মাশরাফি। টুর্নামেন্ট শুরুর আগে সবাই ভেবেছিল হয়তো প্রথম রাউন্ডে বাদ পড়বে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু হলো কি? সবাইকে তাক লাগিয়ে বিজয় মুকুট চিনিয়ে নিলেন মাশরাফি। গতকাল (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছিল মাশরাফিদের ‘সেলিব্রেশন অব ভিক্টোরি’ অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চে উপস্থিত উপস্থিকার এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘টানা তিন বার জয়ী হওয়াতে আমার গর্ববোধ হচ্ছে ঠিকই। তবে গর্ববোধটা মনের ভেতর লালন করতে হয়। গর্ববোধ কখনই প্রকাশ করা উচিত নয়।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয় উদযাপন অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন বাংলার টমক্রুজ খ্যাত অনন্ত জলিল, শিল্পী আসিফ আকবর ও দলটির কর্মকর্তাবৃন্দ। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে