বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:২৫:২৮

বিদায় বেলায় ২০১৫ সালের সাফল্য নিয়ে যা বললেন মাশরাফি

বিদায় বেলায় ২০১৫ সালের সাফল্য নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : শেষ হচ্ছে টাইগারদের সফলতার বছর ‘২০১৫’। বাংলাদেশের জাদুকরী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত বেয়ে অকল্পনীয় সাফল্য আসে এবার। বিদায় নিচ্ছে এই বছর। সাফল্যখচিত বছরের বিদায় বেলায় টাইগারদের মহানায়ক মাশরাফি বিন মুর্তজা এক সাক্ষাৎকার দিয়েছেন এ নিয়ে। মাশরাফি বলেন, দায়িত্ব নেয়ার পর আমি আশা করতে পারিনি এমন একটা বছর আমরা পার করতে পারব। মাশরাফি বলেন, ২০১৪ সালটা খুবই বাজেভাবে কেটেছে আমাদের। তখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই খারাপ পারফর্ম ছিল আমাদের। টাইগার সেনাপতি বলেন, ২০১৫ সালকে একদিক থেকে সফল বলাও কঠিন। ভালো করার জন্য খুবই তাড়া ছিল আমাদের। এই বছরের অর্জন পরবর্তী ম্যাচ গুলোকে ভালো করার জন্য চাপ সৃষ্টি করবে। মাশরাফি বলেন, বিদায় নিতে যাওয়া বছরে আমরা পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ২০১৫ বিশ্বকাপে মোটামুটি ফলাফল করেছি। সার্বিক বিচেনায় একটি ভালো বছর আমরা কাটাতে পেরেছি। সাফল্যগুলোই নতুন বছরে ভালো করার জন্য নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি বিন মুর্তজা। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে