শুক্রবার, ২৯ মে, ২০২০, ০৯:০২:১১

প্রতিদিন সকালে নামাজ পড়েই তিন কিলোমিটার দৌঁড়ান টাইগার পেসার এবাদত

প্রতিদিন সকালে নামাজ পড়েই তিন কিলোমিটার দৌঁড়ান টাইগার পেসার এবাদত

স্পোর্টস ডেস্ক : নিজেদের ফিটনেস ধরে রাখতে অধিকাংশ খেলোয়াড়দের মধ্যেই সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। নানা উপায়ে ঘরের সীমানার মধ্যে থেকেই তাঁরা বিভিন্ন ধরনের ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন। আবার যাঁদের ঘরেই ছোটোখাটো জিম আছে, তাঁরা সেখানেই ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে তুলনামূলকভাবে টাইগার পেসার এবাদত হোসেনকে কিছুটা সৌভাগ্যবানই বলা যায়৷ বাংলাদেশের টেস্ট দলের অন্যতম এই সদস্য প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে খোলা পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে অনেকটা সময় কাটানোর করার সুযোগ পাচ্ছেন।

ইংরেজি সংবাদমাধ্যম নিউ এইজকে দেওয়া এক সাক্ষাতকারে সম্প্রতি সিলেটের এই ছেলে বলেছেন, ‘খু্ব সকালে ঘুম থেকে উঠি। ফজরের নামাজ পড়ি। এরপর দৌঁড়ানোর জন্য বের হই। এসময় সবাই ঘুমে থাকে, রাস্তাঘাটে কেউ থাকে না। প্রতি সকালে এভাবে আড়াই থেকে তিন কিলোমিটার পথ দৌঁড়াই।’

ভাগ্যে কখন কি থাকে – কেউ বলতে পারবে না। এবাদত মাত্র কয়েকমাস আগে নিজের বাসায় জিমের কিছু যন্ত্রপাতি কিনে এনে রেখেছিলেন। ফিটনেস ধরে রাখতে এগুলোও তাঁর দারুণ কাজে আসছে, ‘আমি অনুশীলনের কিছু যন্ত্রপাতি কিনেছিলাম। কয়েকমাস আগে সেগুলো কিনে বাসায় এনে রেখেছিলাম। যে কারণে এখন বন্ধের সময়ে অনুশীলন চালিয়ে যেতে পারছি। জিনিসগুলো বেশ কাজে আসছে। এছাড়া কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ (যন্ত্রপাতি ছাড়া শুধু শরীরের সাহায্যে করা ব্যায়াম) করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে