বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১২:১৬:০৩

আইসিসির রেকর্ড ভাঙলেন অাফগানিস্তানের ব্যাটসম্যান

আইসিসির রেকর্ড ভাঙলেন অাফগানিস্তানের ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক : সারজায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার জন্য মাঠে নামে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এই ম্যাচেই আইসিসিতে রেকর্ড গড়েছে আফগানিস্তানের এক ধুন্ধুমার ব্যাটসম্যান। কয়েকদিন আগে আইসিসির এক পূর্ণ সদস্য দেশকে হটিয়ে ওয়ানডে তালিকায় সেরা দলে স্থান করে নেয় আফগানিস্তান। মঙ্গলবার বার রাতে এক আফগানের ব্যাটে ঘুরে যায় আইসিসির ইতিহাস। রচিত হয় নতুন এক ইতিহাস। ইতিহাসের নির্মাতা এই ব্যাটসম্যানের নাম মোহাম্মদ শেহজাদ। আইসিসির রেকর্ডবুকে আফগানদের মধ্যে নিজেকে সেরা মুখ বানাতে সমর্থ হয়েছেন শেহজাদ। এর আগে এই রেকর্ড ছিল নওরোজ মঙ্গলের (১২৯ রানের সুবাধে)। শেহজাদ সেদিন ওপেনার ব্যাটসম্যান হিসাবে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। প্রায় ৪৮ ওভার মাঠে থাকেন তিনি। ৮ ছক্কা ও ৭ চারের সুবাধে করেন ১৩৩ রান। এই কীর্তিই ওয়ানডে ম্যাচে কোনো আফগান ব্যাটসম্যানের সর্বোচ্চ দাপট। দেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের দিক থেকে এটি আইসিসিতে রেকর্ড। মোহম্মদ শেহজাদের রেকর্ড গড়ার দিনে জয় পায় আফগানরাই। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কারটি ওঠে নতুন রেকর্ডের বরপুত্র এই শেহজাদের হাতেই। প্রসঙ্গত, দেশের ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের মালিকও শেহজাদ। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে