বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০১:২০:৫৭

‘ দৈন্যদশার জন্য জাতির কাছে ক্ষমা চাই’

‘ দৈন্যদশার জন্য জাতির কাছে ক্ষমা চাই’

স্পোর্টস ডেস্ক : সাফ মিশন শেষ মুমিনুলদের। বছরের পর বছর ব্যর্থতার ভরাডুবি খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিসিবি যেখানে সফল সেখানে ব্যর্থ বাফুফে। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বাংলাদেশ। দেশীয় কোচ মারুফুলের ছোঁয়া কোনো কাজে আসেনি। ব্যর্থতার করুণ চিত্র বিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ছাড়ে মামুনুলরা। কিন্তু সেখানে গ্রুপ পর্বের বাধাও অতিক্রম করতে পারেনি মুমিনুল বাহিনী। বাফুফে হতাশ দেশের ফুটবলারদের এই উপহারে! ঘন ঘন কোচ বদল ও কোন্দলের অভিযোগ নতুন করে উঠছে সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের উপর। চতুর্দিকের সমালোচনায় কোনঠাসা সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। দেশের ফুটবলারদের ব্যর্থতাকে নিজের কাঁদে তুলে নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। সালাউদ্দিন এক অনুষ্ঠানে বলেন, আমার কাছে এটা খুবই দুঃখের। দেশের ফুটবলারদের দৈন্যদশার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চান এক সময়ে দেশের ফুটবলের সোনালী দিনের সাক্ষী কাজী সালাউদ্দিন। ৩০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে