বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৯:৩৩

ড্রেসিং রুমের ফিসফিসানিকে ভয় পান এনামুল

ড্রেসিং রুমের ফিসফিসানিকে ভয় পান এনামুল

স্পোর্টস ডেস্ক: ২০১৫ বিশ্বকাপের দু’টি ম্যাচ খারাপ খেলার পর দেশে চলে আসতে হয়েছিল এনামুল হক বিজয়কে। কিন্তু টিম ম্যানেজম্যান্ট তার দেশে ফিরে আসার কারণ হিসেবে ব্যাখ্যা দাঁড় করায় কাঁধের চোটকে। এর পর থেকে জাতীয় দলে অনিয়মিতই বলা যায় বিজয়কে। জাতীয় দল থেকে দূরে থাকার কারণ এবং সম্প্রতি শেষ হওয়া বিপিএলের পারফরম্যান্স নিয়ে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এনামুল। সাক্ষাৎকারে এনামুলে কথায় সুস্পষ্ট হয়, তার স্ট্রাইক রেট অন্য অনেকের চেয়ে ভালো হওয়ার সুবাধেও সে দলে সুযোগ পাচ্ছে না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা ডট বল খেললেই মনে হয়, এই বুঝি ড্রেসিংরুমে ফিসফাস শুরু হয়েছে। কী যে অবস্থা! তবে জানি এ ভাইরাস আমাকেই সারাতে হবে।’ আরেকটা অভিযোগ এনামুলে বিরুদ্ধে প্রায় উঠে বাউন্ডারির পরের বলটা নাকি তিনি হাফভলি হলেও ডিফেন্স করেন... এমন প্রশ্নের জবাবে এনামুল বলেন, ‘ আমিও শুনেছি। আসলে ওই যে বললাম সময় সময় আমার মনের ভেতর ড্রেসিংরুম ঢুকে পড়ে, তখন এলোমেলো হয়ে যায়! ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে