সোমবার, ১৫ জুন, ২০২০, ০২:১৭:৪৭

আজ মুসলিম বিশ্বের অহংকার সালাহর জন্মদিন

আজ মুসলিম বিশ্বের অহংকার সালাহর জন্মদিন

স্পোর্টস ডেস্ক : আজ মুসলিম বিশ্বের অহংকার মিশরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর ২৮তম জন্মদিন আজ। ১৯৯২ সালের ১৫ জুন মিশরের বাসাউনের নাগরিগ শহরে জন্মগ্রহণ করেন এই তারকার। মাঠের ফুটবলের পাশাপাশি মাঠের বাইরেও নিজের ভালো কাজের জন্য প্রশংসনীয় ব্যক্তিত্ব হলেন সালাহ। পুরো বিশ্বের মুসলিম ফুটবলারদের মধ্যে তাকে নিঃসন্দেহে অন্যতম সেরা বলায় যায়।

ক্লাব ক্যারিয়ারে লিভারপুল এবং জাতীয় দল মিশরের হয়ে প্রতিনিধিত্ব করেন সালাহ। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সালাহ তার গতি, ড্রিবলিং এবং ফিনিশিংয়ের জন্য বিখ্যাত। ক্লাব ক্যারিয়ারে ফিওরেন্টিনা, চেলসি, এফসি বাসেল, রোমা এবং লিভারপুলের মতো বড় বড় ক্লাবের হয়ে মাঠ মাতানোর অভিজ্ঞতা হয়েছে সালাহর। এছাড়া জাতীয় দলকেও বিশ্বকাপ এবং ইউরোর মতো আসরে নেতৃত্বও দিয়েছেন তিনি।

ব্যক্তিগত পুরস্কার জয়ে বেশ সুনাম রয়েছে সালাহর। আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়, প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড়, গোল্ডেন বুটসহ আরও অনেক পুরস্কার জিতেছেন তিনি। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জিতেছেন এই তারকা। এছাড়া আরও একবার হয়েছেন রানার্সআপ। ২০১৭ সালের আফ্রিকান কাপ অব নেশনসের রানার্সআপও হয়েছিলেন মিশরের হয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে