স্পোর্টস ডেস্ক: মেসি-নেইমারের রাজকীয় খেলায় লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে গোল-উৎসব করেছে বার্সেলোনা। এই ম্যাচে জোড়া গোল করেছেন বার্সা দলের তারকা লিওনেল মেসি। এছাড়াও একটি করে গোল করেছেন নেইমার ও বাত্রা। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়ালকে টপকিয়ে আবারও লা লিগার শীর্ষস্থানটি দখলে নিয়েছে ক্লাবটি।
শনিবার গ্রানাডার বিপক্ষে কষ্টের জয় পায় বার্সার চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই আনন্দ ২৪ ঘন্টা যেতে না যেতে ম্লান করে দেয় কাতালানরা।
শনিবারের ম্যাচে গোল উৎসব শুরু করেছিলেন বার্সার তারকা বাত্রা। ম্যাচের ৫০ মিনিটে তিনিই প্রথম গোল করেন লেভান্তের জালে। পরে ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ব্রাজিল তারকা নেইমারের পা থেকে। ম্যাচের ৬১ মিনিটে প্রথম এবং ৯০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন মেসি।
অন্যদিকে লেভান্তের একমাত্র গোলটি করেন কাসাদেসাস কাস্তানো। লেভান্তের বিপক্ষে এই জয়ের ফলে ৪ ম্যাচে বার্সার সংগ্রহে ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের রয়েছে ১০ পয়েন্ট। তিন ও চারে থাকা যথাক্রমে ভিয়ারিয়াল ও সেল্টা ভিগোরও সমান ১০ পয়েন্ট। তথ্যসূত্র : বিবিসি, ডেইলি মেইল
২১ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু