সোমবার, ২২ জুন, ২০২০, ০৪:১০:২৩

ভাইয়া ভালো আছেন: মোরসালিন বিন মুর্তজা

ভাইয়া ভালো আছেন: মোরসালিন বিন মুর্তজা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত মাশরাফী বিন মুর্তজার শারীরিক অবস্থা ভালো আছে। ওয়ানডের সফলতম অধিনায়ক বাসাতেই আছেন। তার চিকিৎসা তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।

কেউ করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে ফলো-আপ চেকআপের জন্য বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। মাশরাফীকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তার পরিবার সেই এক্সরে করানোর জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করেছে।

মাশরাফীর অ্যাজমার সমস্যা থাকলেও বুকে ব্যথা নেই। তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা জানিয়েছেন, ফলো-আপ চেকআপ করানোর কথা ভাবছেন তারা। তিনি বলেন, ‘ভাইয়া ভালো আছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত খোঁজ খবর রাখছেন। করোনা হলে বুকের একটি ফলো-আপ এক্সরে দেওয়া হয়। ভাইকেও সেই এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যোগাযোগ করছি হাতপাতালে। তবে ভাইয়ের বুকে কোনো ব্যথা নেই। এটা অ্যাজমার টেস্ট নয়।’

করোনা আক্রা'ন্ত রোগী শ্বাস-প্রশ্বাস ঠিকমতো চলছে কিনা, সেটার অবস্থা জানতে বুকে এক্সরে করানোর নির্দেশনা দিয়ে থাকেন চিকিৎসকরা। সেটারই অংশ হিসেবে মাশরাফীর বুকের এক্সরে করানো হতে পারে।

দুদিন ধরে জ্বর থাকায় গত শুক্রবার রাতে করোনা টেস্ট করান মাশরাফী। শনিবার দুপুরে টেস্ট হাতে পেয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরআগে তার শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হক সুমির বোনের মেয়ে আগামী করোনায় আক্রা'ন্ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে